বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে দশম গ্রেডে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৩ জুলাই ২০২২।
পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিকস/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম প্রথম শ্রেণির ডিপ্লোমা ডিগ্রি।
বয়সসীমা: ২০২২ সালের ৩০ জুলাই বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এ ছাড়া সরকারি ও ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
দরখাস্তের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সদ্য তোলা সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের কাছ থেকে চারিত্রিক সনদ সংযুক্ত করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), ১/৪৬, পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা-১০০০।