দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছি।”
বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ার দখলদারিত্ব থেকে দোনেস্ক ও লুহানস্কে জন্ম নেয়া সরকারকে উত্তর কোরিয়া যে স্বীকৃতি দিয়েছে তা বাতিল বলে গণ্য করা হলো। আমাদের কাছে এর কোনো আইনগত ভিত্তি নেই এবং উত্তর কোরিয়ার স্বীকৃতির কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সীমান্তে কোনো পরিবর্তন আসবে না।”
এদিন পিয়ংইয়ং নিশ্চিত করে যে, তারা আনুষ্ঠানিকভাবে দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া প্রজাতন্ত্র দুটির স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এরপর গত মাসে স্বীকৃতি দিয়েছে সিরিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে জাতিগত রুশ ভাষাভাষী জনগণকে রক্ষার কথা বলে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। খবর পার্সটুডের।