হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেলেন ৯৪ বছর পর

১৫ জুলাই ২০২২

৯৪ বছর আগের কথা, ১৯২০ সালের শেষ দিকের ঘটনা। ইতালী যখন লিবিয়া দখল নেওয়ার চেস্টা করছিল, তখন ইতালীয় সৈন্যদের হাত থেকে পালানোর সময় নিজের সহোদর বোন ফাতিমাকে হারিয়ে ফেলেন ওম আল-সাদ আবদুল্লাহ মুহাম্মদ আল-তাবুলি আল-ওয়ারফালি। হারানোর পর ধরেই নিয়েছিলেন তার বোন বেঁচে নেই, ইতালীয় সৈন্যদের হাতে মারা পড়েছেন। কিন্তু মনে একটা সুপ্ত বাসনা ছিল- বোনকে একদিন না একদিন হয়তো ফিরে পাবেন। অবশেষে গেল বুধবার লিবিয়ার জালু শহরে এ দুই সহোদরের পুনর্মিলন হয়েছে।

এদিকে তাদের পুনর্মিলন আল-ওয়ারফালি এবং আল-মাজাব্রেহ গোত্রের জন্য উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে। লিবিয়ার আল-মাজাব্রেহ গোত্রে বিয়ে করেছেন ফাতিমা। খবর বিদেশি গণমাধ্যম মিডল ইস্ট আই’র।

মিডল ইস্ট আই তার প্রতিবেদনে জানিয়েছে, ১৯১১ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালির অধীনে ছিল লিবিয়া। এ সময় লিবিয়ানদের বিরুদ্ধে ইতালির সেনারা গণহত্যা ও অবর্ণনীয় নৃশংসতা চালিয়েছে এবং প্রতিরোধ আন্দোলনকে দমন করতে লিবিয়ার মরুভূমিতে গণ বন্দিশিবির তৈরি করেছিল। সে সময় ওম আল-সাদ আবদুল্লাহ মুহাম্মদ আল-তাবুলি আল-ওয়ারফালি আর ফাতিমা লিবিয়ার ত্রিপোলির দক্ষিণপূর্বে বনী ওয়ালিদ শহরে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। পালিয়ে যাওয়ার সময় তাদের বয়স কত ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বোনকে ফিরে পাওয়ার পরে ওম আল-সাদ নিজের অনূভতি ব্যক্ত করছেন স্থানীয় সংবাদমাধ্যমে। বলেছেন, যখন শুনলাম ফাতিমা আল-মাজাব্রেহ গোত্রে বিয়ে করেছেন। এর পর থেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে আসছিলাম আল-মাজাব্রেহ গোত্রের বিভিন্ন জনের মাধ্যমে। অবশেষে বোনের সঙ্গে সাক্ষাৎ হলো।

এমকে


মন্তব্য
জেলার খবর