প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৮ মার্চ ২০২২

তাঁর দলের নেতাকর্মীরা মাস্ক না পরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অনেকে মাস্ক পরেনি। নিজেকে এভাবে শঙ্কার মধ্যে ফেলার কী অর্থ হতে পারে? বিষয়টি অনেকক্ষণ খেয়াল করছেন উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর  আলোচনা সভায় এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শুক্রবার (১৮ মার্চ) বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভায়।

প্রধানমন্ত্রী বলেন- মাস্ক পকেটে রাখলে হবে না, পরতে হবে। নিজের সুরক্ষা নিজের কাছে। করোনার প্রকোপ কমেছে ঠিকই। কিন্তু, এখনো এর প্রাদুর্ভাব সম্পূর্ণ শেষ হয়ে যায়নি।  নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন- মিটিংয়ে থাকেন, কথা বলেন, স্লোগান দেন- ঠিক আছে। সঙ্গে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলেন। এটা নিজের জন্য, সবার জন্য ভালো হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর