বঙ্গোপসাগরের মোহনায় ভাসছে রহস্যাবৃত বিদেশি জাহাজ

১৫ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ভোলার চরফ্যাশনের মোহনার চর নিজামে ভাসছে ইংরেজি অক্ষরে লেখা “আলকুবতান” নামের জনমানবহীন  রহস্যাবৃত বিদেশি একটি জাহাজ।এটা কোথা থেকে বা কীভাবে এখানে এসেছে তা কেউই বলতে পারছেন না। স্থানীয়দের ধারণা, জাহাজটিতে কয়েক কোটি টাকার মালামাল রয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে স্থানীরা জাহাজটি সেখানে ‍স্থির থাকতে দেখেন। দুর থেকে জাহাজটিতে একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ অন্যান্য মালামাল দেখা যায়। বিষয়টি ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানান স্থানীয়রা।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালছে।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, জাহাজটির নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া কারণে এটা নিয়ন্ত্রণ নিতে একটু সময় লাগছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর