অনিশ্চিতায় রাশিয়ার ফুটবল

১৬ জুলাই ২০২২

 রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আদালত। এর ফলে রাশিয়ার ক্লাবগুলি ইউরোপের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারবে না।


কাতার বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়েছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযানের কারণে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে সবধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত করে। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচও খেলতে পারেনি রাশিয়া। একই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থাও। ফিফা ও উয়েফার সেই সিদ্ধান্তের প্রতিবাদে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিল রাশিয়ার ফুটবল সংস্থা। আদালত ফিফা এবং উয়েফার নির্বাসনের সিদ্ধান্তই বহাল রাখায় আরও অনিশ্চিত হল রাশিয়ার ফুটবল ভবিষ্যৎ।


মন্তব্য
জেলার খবর