মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় মাহেন্দ্র নামের একটি ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রান গোপাল দত্ত (৬৫) নামের সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) সন্ধায় ভোলা দরঘাহ রোডে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষা কর্মকর্তা হওয়ার আগে তিনি ভোলা সরকারি উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় যাওয়ার কথা ছিল তার। এ জন্য রাস্তায় আসলে দুর্ঘটনাস্থলে একটি মাহেন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে