দেশে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, টানা বৃষ্টি না হলে সেটা আরো দুই দিন অনুভূত হতে পারে। আর আগামী দুইদিন টানা বৃষ্টির তেমন একটা সম্ভাবনাও নেই। এদিকে শনিবার (১৬ জুলাই) টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
আবহাওয়াবিদদের মতে, দেশে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে যে বৃষ্টি হচ্ছে, তাতে বিদ্যমান ভ্যাপসা গরম দূর হবে না। ভ্যাপসা গরম দূর করতে দরকার টানা ও ভারী বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সৈয়দপুরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমি বায়ু দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরণের সক্রিয় রয়েছে।
এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে- রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। তাছাড়া দিন আর রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমকে