শরিফুল ইসলামকে বিশ্রামে পাঠানো হয়েছে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম।ফেরার ম্যাচে নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এ বাঁহাতি স্পিনার।
নিজের স্পেলের প্রথম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভেঙেছেন তাইজুল। আক্রমণাত্মক হওয়ার আগেই ব্র্যান্ডন কিংকে বোল্ড করেছেন তাইজুল। এরপর নিজের দ্বিতীয় ওভারে তুলে নিয়েছেন শাই হোপের উইকেট। তার জোড়া আঘাতে শুরুটা দারুণ হলো বাংলাদেশের।
সিরিজ নিশ্চিত হওয়ায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসাটা অনুমিতই ছিল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেটাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোট এক পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও একাদশে এক পরিবর্তন এনেছে। আজকের ম্যাচে দলে রাখা হয়নি কাইল মায়ার্সকে। তার জায়গায় স্বাগতিকদের একাদশে এসেছেন ডানহাতি ব্যাটসম্যান কিসি কার্টি।
টানা দুই জয়ে ২-০ ব্যবধানে এরই মধ্যে সিরিজ নিজেদের পকেটে পুরেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করতে পারলেও টেস্ট ও টি-টোয়েন্টির হতাশা ভুলে স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারবে তামিম ইকবালের দল।