মন্তব্য
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে শুক্রবার সন্ধ্যায় ধূলিঝড়ে ছয়জন নিহত হয়েছেন। ধূলিঝড়ে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২১টি যানবাহন বিধ্বস্ত হয়।
মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন জানান, ‘বৈরি আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়। প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।’
আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলে জানান নেলসন।
অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, ‘আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।’