রক্ত-প্রাণ ঝরছে সড়কে

১৭ জুলাই ২০২২

ঈদের ছুটি শেষ হয়েছে গেল সপ্তাহেই। চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে পুরোদমে কর্মব্যস্ততা। তাই গ্রাম থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছেন মানুষ। কিন্ত নির্বিঘ্ন হচ্ছে না সে ফেরাটা। বাড়তি যাত্রীর কারণে একদিকে সড়কে যানবাহনের চাপ, অন্যদিকে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা থাকায় ঘটছে দুর্ঘটনা। এ হতাহত হচ্ছে যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস শুরুর আগের দিন শনিবার (১৬ জুলাই) সকাল থেকে বিকাল অবধি সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মতো যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতের মতো।

শনিবার টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নীলফামারী, হবিগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, ঝিনাইদহ ও রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে সাতজন, বগুড়ায় কাহালুতে চারজন, সিরাজগঞ্জের তাড়াশে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দু’জন, গাজীপুরে দু’জন, নীলফামারীর জলঢাকায় একজন, ঝিনাইদহের কালীগঞ্জে একজন, রাজশাহীর মোহনপুরে একজন, হবিগঞ্জের নবীগঞ্জে তিনজন এবং ময়মনসিংহের ত্রিশালে তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের মির্জাপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। ভোররা‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুল্যা মনসুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাছাড়া মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক নারী ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন,আহত হয়েছেন একজন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। দুপুর পৌনে ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভোরে মহানগরের পূবাইলের বসুগাঁওয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে একজন নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন। একই এলাকার সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সকাল ৭টায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় একজন নিহত ও তার সঙ্গী একজন আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের বটতলা শান্তিনগর বাজারে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ও একজন হয়েছেন। বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর