মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

১৯ মার্চ ২০২২

একদিনের ক্রিকেটে ম্যাচ বিবেচনায় মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু করেছে বাংলাদেশ।

 

দেশের হয়ে ২১৯তম ওয়ানডে খেলতে নেমেছেন সাকিব। এ ম্যাচ দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব।

নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি দেশের হয়ে ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলেন। মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন ২২০ ম্যাচ। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। এবার দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন সাকিব।

 

এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এনগিডির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ত্যাগ করতে হয় সাকিব। এর আগে তার ঝুলিতে জমা হয়েছে ৬৪ বলে ৭৭ রান।

 

দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২৩১টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২৩টি ম্যাচ খেলেছেন তামিম।


মন্তব্য
জেলার খবর