সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আ.লীগ

১৭ জুলাই ২০২২

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তার দল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না। কখনও ফাঁকা মাঠে গোলও দিতে চায় না।  রোববার (১৭ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমখি হন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান, তাদেরকেই নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধিত সব দলের সঙ্গে যে সংলাপের আয়োজন করছে, তাতে প্রত্যেক রাজনৈতিক নিবন্ধিত দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এ কমিশন নিরপেক্ষ হলে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। এখানে সরকারের কোনও সংশ্লিষ্টতা থাকবে না,  শুধু সহযোগিতা করবে কমিশনকে। নির্বাচন চলাকালে নির্বাচন সংশ্লিষ্ট কোনও সংস্থা বা দফতর সরকারের নির্দেশে চলবে না। চলবে নির্বাচন কমিশনের আওয়াতায়- যোগ করেন সেতুমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর