কঠিন দায়িত্ব নিয়ে এসেছি: সিইসি

১৭ জুলাই ২০২২

নির্বাচন কমিশনাররা আমোদ-ফুর্তি করতে দায়িত্ব নেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, কঠিন দায়িত্ব নিয়ে এসেছি, কঠোর পরিশ্রম করছি। ১৪ ও ১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপর চাপাবেন না। আমাদের নির্বাচনের দায় আমরা বহন করবো। রাজনৈতিক নিবন্ধিত দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের অংশ হিসেবে রোববার (১৭ জুলাই) জাতীয়তাবাদী গণতা‌ন্ত্রিক আন্দোলনের (এন‌ডিএম) সঙ্গে সংলাপে এসব কথা বলেন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ হয়।  

নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, সহিংসতা বন্ধ করতে পারবো না ইসি। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব নিতে হবে। কারণ মাঠে তারাই খেলোয়াড়, ইসি রেফারি। ইসির অনেক ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করা হবে। কাজী আউয়াল জানান, নির্বাচন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে সর্বাত্মক চেষ্টা করবে ইসি। কিন্তু সব দল সহযোগিতা না করলে ব্যর্থ হয়ে তারা। রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রয়াস থাকবে- কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর