খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শুরু

১৭ জুলাই ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয়েছে রোববার (১৭ জুলাই)। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এ শুনানি করেন। এ আদালতের বিচারক এখন বিচারক মোহাম্মদ আলী হোসাইন।

এদিকে আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা এবং কয়েকজন আসামি উপস্থিত না থাকায়  সময় আবেদন করেন আইনজীবি সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সে আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ২৪ জুলাই  ধার্য করেন আদালত।

প্রসঙ্গত ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ১৩ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের ৯ জন মন্ত্রী ও উপমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। আসামির মধ্যে আছে- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, মাওলানা মতিউর রহমান নিজামী, এম শামছুল ইসলাম, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এম কে আনোয়ারের  মৃত্যুর পর আসামির সংখ্যা দাঁড়ায় ১৭ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর