চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে গৌরবের পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ শুরু হবে। রোববার (১৭ জুলাই) গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন। রেলপথ স্থাপনের জন্য এদিনে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কর্মকর্তাদের কাছে পদ্মা সেতু বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করেন পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্য দিয়ে সেতুতে সড়কপথের নিচে রেললাইন স্থাপনের অনুমতি পেল রেল।
প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, সেতু বুঝিয়ে দিতে অন্তত তিন থেকে চারদিন সময় লাগবে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে- সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচলে কোনো ঝাঁকুনির সৃষ্টিসহ রেললাইন স্থাপনে অসুবিধা হয় কি-না। বিষয়গুলেঅ দেখার পরেই লাইন স্থাপনের কাজ শুরু হবে। পুরোপুরো কাজ শুরু হতে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। কাজ শেষ হতে সময় লাগবে ছয় মাসের মতো। আগামী জানুয়ারিতে পুরো লাইন বসানোর কাজ শেষ হবে বলে আশা করা যায়।
এমকে