মন্তব্য
১১ দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম আবারো কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের ভরিপ্রতি সোনা কিনতে খরচ হবে ৭৭ হাজার ২১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমোনা হয়েছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে। রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঈদুল আজহার তিন দিন আগে সোনার দাম কমোনো হয়েছিল।
নতুন দরে ভরিপ্রতি ২১ ক্যারেট ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ২১৮ টাকা, আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৫২ হাজার ৭২১ টাকায় কেনাবেচা হবে সোনা। সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এমকে