বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

১৮ জুলাই ২০২২

পুরো আষাড়ে অন্যান্য বছরের মতো চলতি বছরে বৃষ্টির দেখা পায়নি দেশের মানুষ। মাসের শেষ সপ্তাহে এসে বৃষ্টি হয়নি বললেই চলে। এ সময়ে অনূভূত হয়েছে ভ্যাপসা গরম। এতে কাহিল হয়ে পড়েছেন মানুষ, বিশেষত বৃদ্ধ আর শিশুরা। শ্রাবণের শুরুতেও সে গরম অনুভূত হচ্ছে। যদিও শ্রাবনের শুরুতে অনেক এলাকাতেই কম-বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু সে বৃষ্টি এ গরমকে খুব একটা প্রশমিত করতে পারেনি। এদিকে দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আরো দু’দিন থাকতে পারে। এমন কথাই বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, দেশের টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৯-২০ জুলাইয়ের পর  বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে। আর সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে  সিলেটে, ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিনে  ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৩৫ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসানুযায়ী, একটি লঘুচাপ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে।  মৌসুমি বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর