গাড়ি চাপায় ইসরাইলি পুলিশ নিহত, ১৭ বছরের কিশোর আটক

১৮ জুলাই ২০২২

ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় ফিলিস্তিনের এক কিশোরকে আটক করা হয়েছে।

ইসরাইলি পুলিশ এক বিবৃতি দাবি করেছে, পশ্চিম তীরের রামাল্লা শহরের ১৭ বছর বয়সী ওই কিশোর পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মেজর বারাক মেশুলামকে শনিবার রাতে হাইওয়ে ফোরের একটি চেকপয়েন্টে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। ইসরাইল পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর মহাসড়কটি দুদিক দিয়ে বন্ধ করে দেয়া হয়।

বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, তেল আবিব এলাকা থেকে গাড়িটি চুরি করে তা পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে ব্যবহার করে। পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করে ফিলিস্তিনি কিশোর। এ সময় একটি হেলিকপ্টার ওই কিশোরকে শনাক্ত ও আটক করতে সহযোগিতা করে। আটকের পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি তরুণকে জিজ্ঞাসাবাদ করে।

এদিকে, নাবলুস শহরের তুবাস এলাকায় আজ সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।


মন্তব্য
জেলার খবর