পাঞ্জাবে ইমরান খানের বিশাল জয়

১৮ জুলাই ২০২২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০ আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১৫ আসন। অপরদিকে পিএমএল-এন দল পেয়েছে মাত্র ৪ আসন। আর এক স্বতন্ত্র প্রার্থীর দখলে গেছে ১টি আসন। খবর দ্য নিউজের।

খবরে জানানো হয়, রোববার সারাদিন পাঞ্জাবের ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ২০টি আসনের চারটিই লাহোরে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। নির্বাচনের ফলাফল পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতির জন্য ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। 

বর্তমানে পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরীফ।

ক্ষমতায় থাকতে হলে তার দরকার ছিল অন্তত ১০ আসন। অপরদিকে ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের পিটিআই'র দরকার ছিল ১৩ আসন। এর আগে হামজা শাহবাজ মুখ্যমন্ত্রী হয়েছিলেন পিটিআইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য। বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে শাহবাজ শরীফকে ভোট দিয়েছিলেন।

রোববার সকালে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি পোলিং স্টেশনে ছোট্ট কিছু সংঘর্ষ ও অসঙ্গতি ঘটলেও এদিন সন্ধ্যায় সুষ্ঠুভাবেই ভোট শেষ হয়। করাচি ভিত্তিক গণমাধ্যম ডন জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বেসরকারি ফলাফল আসতে শুরু করে। তাতে দেখা যায়, পিটিআই বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণায় পিটিআইকে ১৫ আসনে জয়ী ঘোষণা করা হয়।


মন্তব্য
জেলার খবর