জম্মু-কাশ্মিরে গেরিলা হামলা, নিহত ১

১৮ জুলাই ২০২২

জম্মু-কাশ্মীরের পুলোয়ামায় অজ্ঞাত গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার পুলওয়ামা চেকপোস্টে চেকিংয়ের সময় নিরাপত্তা বাহিনীর উপর অজ্ঞাত গেরিলারা গুলিবর্ষণ করলে সিআরপিএফের উপ-পরিদর্শক বিনোদ কুমার নিহত হন।
 এ নিয়ে গত ৫ দিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর দু’জন কর্মকর্তা গেরিলা হামলায় নিহত হলেন। 

এদিন গেরিলারা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর একটি দলকে আক্রমণ করে। গেরিলা হামলায়  নিহত হন ওই সিআরপিএফ জওয়ান। বলা হচ্ছে, স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ কর্মীরা যানবাহন থামিয়ে তল্লাশি করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় গেরিলারা। ঘটনাটি গোঙ্গু ক্রসিং এলাকার বলে জানা গেছে। গেরিলা হামলার পর নিরাপত্তা বাহিনী মাঠে নেমেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

রোববার বিকেলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গোঙ্গু ক্রসিংয়ের কাছে সার্কুলার রোডে চেকিংয়ে নিযুক্ত ছিল পুলিশ এবং সিআরপিএফের একটি যৌথ বাহিনী। এ সময়ে আচমকা গেরিলারা হামলা চালালে সিআরপিএফ-এর এএসআই বিনোদ কুমার নিহত হন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়।      

জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, সন্ত্রাসীরা ক্রসিংয়ের কাছে অবস্থিত একটি আপেল বাগান থেকে গুলি চালায়। এ সময় গুরুতর আহত হন সিআরপিএফ-এর এএসআই বিনোদ কুমার। আহত বিনোদ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেনাবাহিনী হামলাকারীদের পাকড়াও করতে এলাকাটি ঘেরাও করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।   

গত মঙ্গলবার শ্রীনগরে কাশ্মীর পুলিশের এএসআই মুশতাক আহমেদ লোনকে হত্যা করে অজ্ঞাত গেরিলারা। মুশতাক যখন লালচকে দায়িত্ব পালন করছিলেন তখন গেরিলারা গুলি চালাতে শুরু করে। আহত মুশতাককে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওই হামলায় অন্য দু’জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে নিহত হলেন আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তা। 


মন্তব্য
জেলার খবর