মন্তব্য
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন এক হাজার ৩৩৩ জন।
এদিকে ফোনালাপে জার্মান চ্যান্সেলর শলৎজকে পুতিন জানালেন, শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে পুতিনের দাবি, রাশিয়া এখনও সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিয়েভ সব উপায়ে সমঝোতা আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছে। তারা একের পর এক অবাস্তব প্রস্তাব করে যাচ্ছে। তারপরও রাশিয়ার দিক থেকে সমস্যার সমাধানে সব রকম চেষ্টা করা হচ্ছে।’ খবর আল জাজিরার।