শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা ঘোষণা

১৮ জুলাই ২০২২

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এর ওপর রাজনৈতিক সঙ্কট দেশটির জন্য মড়ার ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। নানমুখী সঙ্কটে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। এ পরিস্থিতির মধ্যেই ২০ জুলাই অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। সোমবার থেকে এ জরুরি অবস্থা কার্যকর হচ্ছে। খবর আল-জাজিরার।

বিক্রমসিংহে বলেন, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এর আগে প্রেসিডেন্টের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও পদত্যাগ করতে বাধ্য হন।

এখন দেশের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছেন বিক্রমাসিংহে। তাকে রাজাপাকসের মিত্র বলেই মনে করা হয়।

যদিও দেশটির আন্দোলনকারীরা তাকে ক্ষমতা ত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশজুড়ে আবারও তীব্র আন্দোলন শুরু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


মন্তব্য
জেলার খবর