জুনের শেষে সপরিবার লন্ডনে উড়াল দিয়েছেন কারিনা কপূর। ছবির কাজ শেষ। কাজশূন্য সইফ আলি খান ও কারিনা কাপুর দু’জনেই। তৈমুর আর জেহ-ও মনের সুখে দৌরাত্ম্য করে বেড়াচ্ছে। সব মিলিয়ে সুখী গৃহকোণের ছবি।
তবে লন্ডনে তোলা বেবো-র বেশ কিছু ছবি নিয়ে সম্প্রতি জল্পনা বাড়ছে। পোশাকের নীচে যেন তার স্ফীত পেট স্পষ্ট। তবে কি আসতে চলেছে সুখবর? তৃতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন ‘ওমকারা’-র নায়িকা? যদিও সইফ-করিনা তাদের সন্তান আগমণ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তাদের মুখ থেকে সঠিক খবর শোনার অপেক্ষায় অনুরাগীরাও।
কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সইফের ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে সে দিন নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সবার জন্য রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কারিনা। তিনি অন্তঃসত্ত্বা বলেই কি সইফ বিশেষ ভাবে যত্নবান হচ্ছেন? সে প্রশ্নও কিন্তু তুলছেন অনেকে।
তবে সইফের হাতের রান্না কেমন ছিল সে দিন? ছবির সঙ্গে বিবরণেই দাবি, ‘শেফ সইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রবিবার ছিল বটে!’