প্রাণহানি থেকে দুই বাসের অর্ধশতাধিক যাত্রীর রক্ষা!

১৮ জুলাই ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন দুই বাস মিলে অর্ধশতাধিক যাত্রী। কোনো প্রাণহানি না হলেও মহিলাসহ অন্তত ৫-৭ জন কম-বেশি আহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে পাবনা-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কের গুনাইগাছা ইটভাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- চাটমোহর উপজেলার বোঁথর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আকলিমা ও তাদের শিশু ছেলে আতিক হাসান এবং ভাঙ্গুড়া উপজেলার নুরনগর গ্রামের সেলিম হোসেনের মেয়ে ফাহিমা। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি ।

প্রত্যক্ষদর্শীদের একজন রমজান আলী জানান, সাফিন নামের একটি বাসের সঙ্গে এসএস নামের অপর বাসের এ সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়। সাফিন ফিরছিল ঢাকা থেকে, এসএস যাচ্ছিল বগুড়ায়। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর থানার এসআই সোহেল।

এম.এ জিন্নাহ/মহিদুল খান


মন্তব্য
জেলার খবর