মন্তব্য
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সামিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে। সামিউল ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের পাশে থাকা বাঁশ কাটছিল সামিউল। কাটার এক পর্যায়ে বাঁশটি বিদ্যুতের তারে সাথে লেগে গেলে সামিউল ইসলাম বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বাঁশের সাথে আটকে থাকতে দেখে সেখান থেকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী।
মো.সম্রাট হোসাইন/এমকে