আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন কমিশনের (ইসি) অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সফল হবে না বলেই মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার মতে, অংশগ্রহণমূলক নির্বাচনের বড় কথা হচ্ছে— দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো বড় আকারে অংশগ্রহণ করবে। সোমবার (১৮ জুলাই) বিকালে খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের শুরুতে এ কথা বলেন সিইসি।
গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিইসি বলেন, ‘বিএনপি ও সমমনা কয়েকটি দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নিজস্ব কিছু কর্মসূচি আছে—নির্বাচনকালীন সরকার থাকতে হবে। এ রকম কিছু পরিবর্তন না হলে নির্বাচনে আসবে না। তাদের এ অবস্থান এটা একটি অস্থিরতা, একটি সংশয় সৃষ্টি করেছে।
কাজী আউয়াল বলেন, বিএনপি যেভাবে নির্বাচন করতে চাচ্ছে- সেটা যদি অন্যান্য দল বিশেষত শাসক দলের সঙ্গে বসে সুরাহা করতে পারে, একটি ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে সেই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করতে কোনও বাধা নেই। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পাওয়া যাচ্ছে না। তবে ইসি বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানাচ্ছে বলে জানান সিইসি।
নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। নির্বাচনের জন্য অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন, সমঝোতার প্রয়োজন পড়ে। আইন ও বিধির আলোকে প্রস্তুতিগুলো নিচ্ছে ইসি।
এমকে