দেশব্যাপী ভ্যাকসিন ক্যাম্পেইন ১৯ জুলাই

১৮ জুলাই ২০২২

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনায় মঙ্গলবার (১৯ জুলাই) একদিন দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী টিকার ক্যাম্পেইন করবে স্বাস্থ্য অধিদফতর। এদিনে ৭৫ লাখ মানুষকে এ টিকার বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রাপ্ত তথ্যমতে, এ ক্যাম্পেইনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দিতে সারা দেশে প্রায় ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৪ মাস আগে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, এরূপ ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে এ ক্যাম্পেইনে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ পাওয়ার নির্দিষ্ট সময় পরও যারা দ্বিতীয় ডোজ নেননি এরূপ ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এ টিকা গ্রহণের গুরুত্ব সম্পর্কে মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। ভ্যাকসিন মৃত্যুঝুঁকি কমায়। যারা ২ ডোজ ভ্যাকসিনের পাশাপাশি বুস্টার ডোজ গ্রহণ করেছেন, তাদের অধিকাংশ আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর