সন্ধ্যার পরে এলাকাভিত্তিক একঘণ্টা লোডশেডিং

১৯ জুলাই ২০২২

দীর্ঘদিন পর বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে হাঁফিয়ে ওঠছে দেশবাসী। উদ্ভুত পরিস্থিতিতে এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী পূর্বনির্ধারিত এলাকা সন্ধ্যার পরে এক ঘণ্টা লোডশেডিংয়ের আওতায় থাকবে। মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি কমাতে সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ বিষয়ে  সাংবাদিকদের ব্রিফ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এদিকে বৈঠকে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী বলেন, এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে। জ্বালানি তেলের লোকসান কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কোন কোন এলাকায় লোডশেডিং হবে তা আগেই জানিয়ে দেওয়া হবে। রাত আটটার পর সব দোকানপাট বন্ধ রাখতে হবে, খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক ঘণ্টার লোডশেডিংয়ে যদি বিদ্যুৎ সাশ্রয় কম হয়, তাহলে দুই ঘণ্টার লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মসজিদসহ সব উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এসি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানানো হয় সংশ্লিষ্টদের প্রতি।

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রাখার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশে  আমদানি করা মোট ডিজেলের ১০ ভাগ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ ভাগ অন্য খাতে ব্যবহার হয়। ১০ ভাগ বিদ্যুতে বন্ধসহ অন্য খাত থেকে আরও ১০ ভাগ বাঁচাতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিনি জানান, ডিজেলভিত্তিক বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন ব্যয় এখন ৪০ টাকা। কিন্তু বিক্রি করে সেই টাকা পাওয়া যাচ্ছে না। আর গ্যাস প্রতি এমএমবিটিইউ এখন ৩৯ ডলারে কিনে  ৭ টাকায় বিক্রি করছে সরকার।

জ্বালানি সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকট রয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক দেশ নানা রকম সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। কিছু কিছু দেশ দাম বাড়িয়েছে, কেউ কেউ সাশ্রয়ী নীতি নিয়েছে।

 এমকে

 


মন্তব্য
জেলার খবর