ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে নতুন করে কোনো চুক্তি সই করতে হলে আমেরিকাকে দ্বিধাদ্বন্দ্ব ও লালসা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ কথা বলেন।
ইরান একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এখন আমেরিকাকে বাস্তববাদী হতে হবে এবং সমঝোতার দিকে এগুতে হবে।
২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকার সঙ্গে ইরানের আট দফা পরোক্ষ আলোচনা হয়েছে। গতমাসে কাতারের রাজধানী দোহায়ও একই ধরনের একটি বৈঠক হলেও তা থেকেও কোনো ফল বেরিয়ে আসেনি।
আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার গড়িমসি এবং দেশটি আবারো চুক্তি থেকে বেরিয়ে যাবে না মর্মে নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ার কারণে সংলাপ থেকে কোনো ফল বেরিয়ে আসছে না। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে এ সমঝোতা বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
টেলিফোনালাপে পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মধ্যস্থতা করতে গিয়ে নিরলস প্রচেষ্টা চালানোর জন্য বোরেলকে ধন্যবাদ জানান আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, আমেরিকাকে অতিরিক্ত পাওয়ার লোভ ত্যাগ করতে এবং তার অতীতের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। ওয়াশিংটনকে বুঝতে হবে নিষেধাজ্ঞা, চাপপ্রয়োগ বা অগঠনমূলক পদক্ষেপের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যাবে না।
এ সময় জোসেপ বোরেল আলোচনায় সদিচ্ছা প্রদর্শনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং অবিলম্বে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।