মন্তব্য
পরনে পাইলটের পোশাক। যুদ্ধবিমানের ককপিটে বসে আছেন। একেবারে ভিন্ন রূপে ক্যামেরায় ধরা পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ‘টাইফুন’ যুদ্ধবিমানের ককপিটে বসে রয়েছেন বরিস। যুদ্ধবিমানে আকাশপথে উড়তে উড়তেই নিজের ভিডিও ধারণ করেছেন তিনি।
জানা গেছে, গত সপ্তাহে লিংকনশায়ার রয়্যাল বিমানসেনা ঘাঁটিতে টাইফুন যুদ্ধবিমানের প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই সময়ই ওই যুদ্ধবিমানে বরিসকে চড়িয়ে ঘুরে দেখানো হয়। ভিডিওতে দেখাযায়, বরিসের যুদ্ধবিমানের পাশে অন্য যুদ্ধবিমানের পাইলটদের দিকে তাকিয়ে ‘থাম্বস আপ’ করছেন তিনি।