অস্ট্রেলিয়ান মডেলের প্রেমে নেইমার!

১৯ জুলাই ২০২২

ব্রাজিলিয়ান মডেল ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন খুব বেশিদিন হয়নি। এরইমধ্যে নেইমারকে ঘিরে নতুন গুঞ্জন। সম্প্রতি এক অস্ট্রেলিয়ান মডেল দাবি করেছেন, নেইমারের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে তার। ঘনিষ্ঠ আলাপের স্ক্রিনশটও আছে ওই মডেলের কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস’র সাংবাদিক আদ্রিয়ান কর্দোবা দিয়েছেন এ খবর। 

ওই মডেলের নাম অলিভিয়া কেলি। তিনি জানান,  নেইমার তাকে প্যারিস ঘুরে যাওয়ার দাওয়াত করেছেন। তিনি প্যারিসে যেতেও রাজি। প্রাক-মৌসুম প্রস্তুতি ট্যুরে এখন জাপানে অবস্থান করছে নেইমারের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেখানে বসেই কেলির সঙ্গে ফ্লার্ট করছেন তিনি। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান মডেল অলিভিয়া কেলি পেশায় ফিজিক্যাল ট্রেইনার।

অস্ট্রেলিয়াতেই বাস করেন কেলি। ‘ওকেফিট’ নামে একটি অ্যাকাউন্ট থেকে অনুসারীদের নিয়মিত ফিটনেস বিষয়ক পরমর্শ দিয়ে থাকেন কেলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ একটিভ কেলির ইনস্টাগ্রাম ফলোয়ার ২৬ হাজার। তাছাড়া আরেক প্ল্যাটফর্ম টিকটকেও ১৩ হাজার অনুসারী রয়েছে তার।

৩০ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ক্যারোলিন দান্তেস, ব্রুনা মার্কেজিন, গ্যাব্রিয়েলা লেনজি, নাতালিয়া বারুলিচ, এমিলিয়া মার্নেস, চিয়ারা নাসতির পর ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে মন দেয়া-নেয়া। তালিকায় হয়তো অলিভিয়া কেলির নামটাও যুক্ত হতে যাচ্ছে।


মন্তব্য
জেলার খবর