‘ইউক্রেনে সেনা অভিযান ব্যর্থ হয়েছে’

১৯ মার্চ ২০২২

যুক্তরাজ্যের ডিফেন্স ইন্টেলিজেন্স (ডিআই) এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্যার জিম হকেনহুল বলেছেন, ‘ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার মূল লক্ষ্য অর্জনে ক্রেমলিন ব্যর্থ হয়েছে।’ আর রাশিয়ার ব্যর্থতার কারণ হচ্ছে, দেশটিতে অভিযান পরিচালনা সংক্রান্ত সমস্যা এবং ইউক্রেনীয়দের প্রতিরোধের মাত্রা ও হিংস্রতা। খবর বিবিসির।

 

হকেনহুল আরো বলেছেন, রাশিয়া তাদের অভিযান পরিচালনার ধরনে পরিবর্তন এনেছে। ক্রেমলিন এখন ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারা নির্বিচারভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এতে মানবিক বিপর্যয় ও ইউক্রেনের সাধারণ নাগরিকরা বেশি আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি দেশটির অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।  

 

তিনি আরও বলেন, ভ্লাদিমির পুতিন দেশটির গণমাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন। এর মাধ্যমে ইউক্রেনে সেনা অভিযানের প্রকৃত চিত্র, অভিযান পরিচালনায় সমস্যা এবং দেশটির জনগণের কাছে রুশ সেনা হতাহতের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে।


মন্তব্য
জেলার খবর