বিগত বেশ কিছু দিন ধরে রাজ চক্রবর্তীর বলিউড অভিযান নিয়ে শোরগোল উঠেছে। রটছে নানা ধরনের খবর। কখনও শোনা যাচ্ছে তিনি আলিয়া ভট্টকে নিয়ে কাজ করছেন। কখনও বা শোনা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দিয়ে ডেবিউ করাচ্ছেন বলিউডে।
অবশেষে জানা গেল টালিউডের জনপ্রিয় পরিচলক রাজ বলিউডে যাচ্ছেন এ কথা ঠিক। তবে সিনেমা নয়। সেখানে তার হাতেখড়ি হচ্ছে ওয়েব সিরিজ দিয়ে। মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী নায়িকা সাই পল্লবীকে। জানুয়ারি মাস থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং। ডিজনি হটস্টারের জন্য কাজ করবেন রাজ।
বিগত বেশ কিছু দিন ধরে রাজ চক্রবর্তীর বলিউড অভিযান নিয়ে তোলপাড় টলিপাড়া। রটছে নানা ধরনের খবর। কখনও শোনা যাচ্ছে তিনি আলিয়া ভট্টকে নিয়ে কাজ করছেন। কখনও বা শোনা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দিয়ে ডেবিউ করাচ্ছেন বলিউডে।
বাঙালি পরিচালকের মুম্বাই পাড়ি এ প্রথম নয়। ইতোমধ্যে বলিপাড়ায় জমি বেশ শক্ত করে ফেলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অন্য দিকে যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় দক্ষিণ থেকে পশ্চিম চুটিয়ে অভিনয় করছেন। রাজের এ নতুন যাত্রা কতটা সফল হয়, এখন সেটাই দেখার।