মন্তব্য
খোশমেজাজে আছেন ‘বিগ বি’। ছবি তো তাই বলছে। এবার নিজেকে নিয়েই মজায় মেতেছেন। সেই মজার ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। নিজের টুইটার অ্যাকাউন্টে সক্রিয় থাকেন ‘বচ্চন’। কখনও মন্তব্য, কখনও বা ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে।
এবার এক অদ্ভুত পোশাকে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। আগে কখনও এমন পোশাকে দেখা যায়নি ‘বিগ বি’কে। আপাতগম্ভীর ‘শাহেনশা’কে এমন রসিক হয়ে উঠতে দেখে অবাক বলিউড। শুধু অদ্ভুত পোশাকই নয়, সেই পোশাকে নিজেকে নিয়ে মজার ছড়াও লিখেছেন।
'কী লিখলেন সেই ছড়ায়? নিজের টুইটারে বচ্চন লিখেছেন, ‘‘পহেন নে কো দে দিয়া পাজামা/ লাগা শাড়ি কা ফাদা/ আগে ছোটি জেব দে দি/ অউর পিছে লাগা হ্যায় নাড়া’। যার তর্জমা করলে দাঁড়ায়, ‘পরতে দিয়েছে পাজামা/ কিন্তু যেন শাড়ি/ সামনে দিয়েছে ছোট পকেট/ পিছনে লাগানো দড়ি।’