যার সাথে ডেটে যেতে চান সারা

২০ জুলাই ২০২২

বলিউড সুপার স্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। বাবার মতো মেয়েও ভক্তদের মনে জায়গা করেছেন নিজের অভিনয় দক্ষতার মাধ্যেমে। সম্প্রতি করণ জোহরকে মনের কথাটা বলেই দিলেন সারা আলি খান। ‘কফি উইথ করণ’-এ এসে তিনি জানিয়েছেন এ মুহূর্তে কোনো পুরুষকে তার মনে ধরেছে।

 

করণ তাকে জিজ্ঞেস করেন তিনি কোনো নায়কের সঙ্গে ডেটে যেতে চান? সারা লাজুক মুখে জানিয়ে দেন, বিজয় দেবেরাকোন্ডাকে বেশ ভালোলাগে তার। তাই বিজয়ের সঙ্গে ডেটে যেতে পারলে মন্দ হতো না। এখন তো বিজয় আবার সারার বন্ধু অনন্যার সঙ্গেই সিনেমা করছেন, তিনি আশা করেন, অনন্যা দায়িত্ব নিয়ে খবরটা পৌঁছে দেবেন।


মন্তব্য
জেলার খবর