মন্তব্য
জাতীয় স্বার্থে দেশের কল্যাণে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (২০ জুলাই) বেলা একটায় রাজধানী ঢাকায় পুলিশ সদর দফতরে এক সভায় পুলিশের সব ইউনিটের উদ্দেশ্যে এ কথা বলেন।
সব পুলিশ ইউনিটকে দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়ে পুলিশ প্রধান বলেন, পুলিশ সদর দফতরসহ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখতে হবে। 'আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি'- প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার কথাও বলেন তিনি।
সভায় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিএবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে