সোয়াবিন তেলের দাম বাড়তি নিলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

২০ জুলাই ২০২২

সোয়াবিন তেলের দাম কমানোর পরও যারা বাড়তি আদায় করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, চলতি অর্থবছরে ১০ বিলিয়ন রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্য স্থির করেছে সরকার। ২০২২-২০২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৭ বিলিয়ন ডলার আয়ের আশা।

 

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও গেল অর্থবছরের রফতানি প্রবৃদ্ধি অর্জনের গতি বেড়েছে। পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছে। সব দিক বিবেচনা করে এবার রফতানি বেশি হবে বলে আশাবাদি। সে জন্য এবছর রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭শ’ ৭০ কোটি মার্কিন ডলার।

 

করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর অর্থনৈতিক সংকোচন চলে বিশ্বজুড়ে। সেই অবস্থা থেকে উত্তরণের ফলে ক্রেতা দেশগুলোতে এখন ক্রয় ক্ষমতা বেড়েছে। এতেই রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

 

টিপু মুনশি আরও বলেন, আজকে আমেরিকা, যুক্তরাজ্যসহ সারাবিশ্বে মূল্যস্ফীতি বেশ এলার্মিং। আমাদের তুলনায় তাদের অবস্থা আরও খারাপ। এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে যে, একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। তারপরও আমাদের ক্যাপাসিটি, ইফোর্ট, শ্রমিক, উদ্যোক্তা সবকিছু বিবেচনায় নিয়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি।

 


মন্তব্য
জেলার খবর