নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষে আসা জাহাজে পাইলটেজ সেবা দিতে সিনিয়র ইন্ডিভিজ্যুয়াল কনসালট্যান্ট (পাইলট) পদে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ দেবে। এ পদে নিয়োগের জন্য আবেদনপত্রসহ সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
পদের নাম: সিনিয়র ইন্ডিভিজ্যুয়াল কনসালট্যান্ট (পাইলট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: কমপক্ষে ক্লাস-১ (ডেক) সনদধারী হতে হবে। বিদেশগামী জাহাজে কমপক্ষে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে চিফ অফিসার হিসেবে কমপক্ষে এক বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১,২৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ প্রভৃতির মূল সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি এবং বিএমডিসি রেজিস্ট্রেশনধারী চিকিৎসকের কাছে থেকে শারীরিক যোগ্যতার প্রত্যয়নপত্রসহ পায়রা বন্দর কর্তৃপক্ষের ঢাকা লিয়াজোঁ অফিসে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
ঢাকা লিয়াজোঁ অফিসের ঠিকানা:
পায়রা বন্দর কর্তৃপক্ষ, ঢাকা লিয়াজোঁ অফিস, আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষার সময়: আগামী ২ আগস্ট সকাল ১০টা।