এএলআরডিতে চাকরি, বেতন ৪৩,০০০

২৫ জুলাই ২০২২

বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টে (এএলআরডি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটি প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২২।

 

পদের নাম: প্রোগ্রাম অফিসার

প্রকল্প: রাইটস ওভার ল্যান্ড টু গভর্নমেন্ট সার্ভিসেস অব রুরাল ল্যান্ডলেস মার্জিনালাইজড অ্যান্ড ডিজঅ্যাডভানটেজ স্মলহোল্ডারস ইন বাংলাদেশ।

পদসংখ্যা: ১

 

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় মানবাধিকার বা গভর্নেন্স সেক্টরে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মনিটরিং ও ইভল্যুশন টুলের কাজ জানতে হবে। ইন্টারনেট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

 

বেতন ও সুযোগ-সুবিধা: মাসে ৪০,০০০-৪৩,০০০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।

 

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

 

সিভি পাঠানোর ঠিকানা

দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ই-মেইল: [email protected]


মন্তব্য
জেলার খবর