সব দলকে আহ্বান করছি, না এলে বাধ্য করতে পারবো না: সিইসি

২১ জুলাই ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে আহ্বান করছি এবং করে যাবো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো দল না এলে আমরা বাধ্য করতে পারবো না। বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টির সঙ্গে পূর্বনির্ধারিত সংলাপে এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন যথাসময়ে হবে। আইন ও সংবিধানের অধীনে ইসি যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী নির্বাচন করতে হবে। তিনি জানান, জাতীয় নির্বাচনটা হেলাফেলার জিনিস নয়। নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন হওয়া উচিত। এ জন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। সামর্থ্য অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর চেষ্টা করা হবে। পেশিশক্তি নিয়ন্ত্রণ রাজনৈতিকদলগুলোর সহযোগিতা চাওয়া হবে বলেও জানান সিইসি।   

এমকে

 


মন্তব্য
জেলার খবর