রাজধানী ঢাকায় মানুষের চলাচলের রাস্তা দখল করে কেউ দোকান বসালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আরো বলেছেন, রাজধানীতে জনদুর্ভোগ ও যানজট কমাতে সরকার নির্ধারিত স্থানে পাইকারি ও খুচরা কাঁচাবাজার বসাতে হবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। রাজধানীর কাওরানবাজারস্থ কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে সেখানে পরিদর্শনে যান মন্ত্রী।
মন্ত্রী বলেন, অনেক আগে প্রতিষ্ঠিত কাওরানবাজার থেকে সারা ঢাকা শহরের খুচরা বাজারগুলোতে পণ্য ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাওরানবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসতে ও এখান থেকে খুচরা বাজারে পণ্য পৌঁছাতে অনেক যানজট ও সমস্যা হয়। তাই কাওরানবাজার থেকে ঢাকার ভিন্ন পয়েন্টে সুবিধাজনক স্থানে কীভাবে পাইকারি বাজার স্থানান্তর করা যায়, সেটা নিয়ে কাজ শুরু করেছে সরকার। সবার প্রচেষ্টায় এ সমস্যার সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন মন্ত্রী তাজুল।
পাইকারি বাজার স্থানান্তরের প্রাসঙ্গিকতা তুলে ধরতে মন্ত্রী তাজুল বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পাইকারি ও খুচরা কাঁচাবাজার এক জায়গায় হলে একদিকে যেমন জনদুর্ভোগ তৈরি হবে, অন্যদিকে যানজটও সৃষ্টি হবে। তাই সরকার চায় পাইকারি ও খুচরা বাজারগুলো একটি নির্দিষ্ট জায়গায় হোক। পাইকারি কাঁচাবাজার শহরের বাহিরে হলেই বেশি ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
এমকে