ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের মেয়ে ও ইডেন কলেজের ছাত্রী উম্মে সালমা (২৪) রিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে রাজধানী ঢাকায় বংশালের ফায়ার সার্ভিস স্টেশনের একটু আগে এ দুর্ঘটনা ঘটে।
সালমা চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও লালমোহন রায়চাঁদ বাজারের ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু মেম্বারের মেয়ে। মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
সালমার চাচাতো ভাই হাসান বলেন, ঈদের ছুটি শেষে আমরা দু’জনে ভোলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছিলাম। ভোর সাড়ে ৪টার দিকে সদরঘাটে পৌছে সেখান থেকে রিকশায় ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিক্সা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুত্বরভাবে আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে