শ্রাবণের বৃষ্টিতে যেখানে পরিবেশ ঠাণ্ডা থাকার কথা, সেখানে গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিশেষত নিম্নবিত্ত, শিশু আর বৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। টানা বৃষ্টি না হলে অবস্থার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৭ বিভাগের কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
৭ বিভাগ হিসেবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কথা বলছে আবহাওয়া অধিদফতর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও গরম কমাতে টানা ভারী বৃষ্টি লাগবে। আগামী কয়েক দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহীতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এমকে