বৃহস্পতিবার (২১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানির শেয়ারদর যেমন কমেছে, তেমনই সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে।
ডিএসইর সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ১২ দশমিক ২৭ পয়েন্ট কমে ৬ হাজার ১২৬ দশমিক ৫১ পয়েন্টে, ডিএসইএস ১ দশমিক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৩৪৫ দশমিক ০৮ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ২০০ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ৬৭৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা। লেনদেন বেড়েছে ১১ কোটি ৩৫ লাখ টাকা। শেয়ার লেনদেন হওয়া ৩৮১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৫টির, বিপরীতে কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪৭টির।
এমকে