যানজটের সঙ্গে খুবই পরিচিত রাজধানী ঢাকাবাসী, দীর্ঘদিন ধরেই ভুগছেন তারা। বলা যায়, শত চেষ্টার পরও পুলিশের ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণের বাইরে এ দুর্ভোগ। দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর সরকার এ দায়িত্ব দিলে যানজট নিয়ন্ত্রণে গাড়ির নিবন্ধনের জোড়-বিজোড় নম্বরের ফর্মুলা প্রয়োগ করতে চান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির শেষ প্রান্তে বটমূল এলাকায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ –এর উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলছিলেন- যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, সেসব গাড়ি মাসের জোড় তারিখে এবং যেসব গাড়ির নম্বর বেজোড় সংখ্যার, সেসব গাড়ি বেজোড় তারিখে চালাতে হবে মালিকদের। রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে ও কোথায় বেশি যানজট হয়— এ নিয়ে গবেষণা করা হবে। আর গবেষণা ফলাফলের ভিত্তিতেই প্রয়োজনীয় ও কার্যকর ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
শিশু-কিশোরদের জন্য সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব ও কর্তব্য বলেও মেয়র তার বক্তৃতায় উল্লেখ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এমকে