সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও সেবাবান্ধব করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের এডিআর কর্মশালা এবং জেলাভিত্তিক সেরা প্যানেল আইনজীবীদেরকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ।
আইনমন্ত্রী জানান, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগণকে আইনগত সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০' করে সরকার। এর মাধ্যমে দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকরণের যাত্রা শুরু হয়। আইনি সহায়তা কার্যক্রমকে গতিশীল ও সেবাবান্ধব করে প্রতিষ্ঠানিক রূপ দিতে সরকার ঢাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করে সুপ্রিম কোর্টসহ সব জেলায় লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠা করেছে। লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত। আইন সংশোধনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীদের প্যানেলভুক্ত করার মাধ্যমে ভিকটিমের আইনি সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতেও বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। বিচারক, আইনজীবী, সরকারি-বেসরকারি সংগঠনসহ মানুষের সমর্থন পেলে সরকারি আইনি সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করেন আইনমন্ত্রী।
এমকে