মৃত্যু ২, শনাক্ত ৬২০

২২ জুলাই ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ২ জন করোনা রোগী মারা গেছেন, এ রোগ শনাক্ত হয়েছে  ৬২০ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৫ জন। শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৮৮৪ জন আর মারা যায় ৬ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৯৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭  হাজার ৪১৯টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৮ জনের। এক কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জনই পুরুষ। এর মধ্যে বরিশালে একজন ও সিলেটে অপরজন অবস্থান করছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর