ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব )’র ১০ম বার্ষিক সাধারণ সভা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। ক্রেডিট ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাল্বের স্থানীয় সভাপতি মো. আনোয়ারুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরুল মোমেনের পরিচালনায় বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির প্রমুখ। সভা শেষে অতিথিরা সংগঠনের নিয়মিত কিস্তিদাতা ৩ জন, নিয়মিত সঞ্চয়দাতা ৩ জন ও সর্বোচ্চ আমানতকারী ২ জনের হাতে পুরস্কার তুলে দেন।
সাদ্দাম হোসেন/এমকে