এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানো হলেও হ্রাসকৃত দামে বাজারে সে তেল মিলছে না বলে জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটি মনে করছে, সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট আবারও ভেলকিবাজি শুরু করেছে। এ ভেলকিবাজি অবিলম্বে বন্ধের দাবি তাদের। গত ১৭ জুলাই এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার।
শুক্রবার (২২ জুলাই) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে জানানা হয়,সয়াবিন তেলের বাজারে আবারও নৈরাজ্য শুরু হয়েছে। ১৪ টাকা কমানো হলেও এক লিটারের বোতলজাত সয়াবিন আগের দামেই বিক্রি হচ্ছে। তেলের মূল্য হ্রাস করায় আবারও বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ব্যবসায়ীদের এ নৈরাজ্য ঠেকাতে সরকার বার বার ব্যর্থ হচ্ছে।
এমকে